24/7NEWS

প্রত্যেক খবরা-খবর পাবেন এই সাইটে, এই সাইটি একা আমার নয় , আপনাদের সকলের, আশা করি এই সাইটটি আপনাদের ভিজিট করতে ভালো লাগবে।

চলো গড়ি নতুন পৃথিবী......শিখি নতুন কিছু

Monday, April 30, 2018

ঐতিহ্যবাহী জাহাঙ্গীর স্মৃতি কোচিং সেন্টার এগিয়ে যাচ্ছে


শমসের পাড়া চাঁন্দগাও থানার প্রাইমারী সরকারী স্কুলের সংলগ্ন
জাহাঙ্গীর স্মৃতি কোচিং সেন্টার, ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়ে এই ক্লাবটি আজ ৮ বছর এগিয়ে যাবে সমাজ ও এলাকার উন্নয়ে,
কোচিং সেন্টারটি অসহায়, দরিদ্র ,মেধাবী,
অবানিজ্যক প্রতিষ্ঠান, যার অর্থ বহন করে সংশ্ললিষ্ট ক্লাবের সদস্যগগণ। এখানে ৩য় শ্রেণী হতে ১০ম শ্রেনী পর্যন্ত অতি যত্ন সহকারে, ও সেন্হ যত্ন সহকারে পড়ানো হয়, শুধু কোচিং সেন্টার দিক দিয়ে নয়, বরং সকল সামাজিক কাজকর্ম দিক দিয়ে এই প্রতিষ্ঠানটি অনেকটা সফল ও নিজের পায়ে দাড়িয়ে, এটি একটি অরাজনৈতিক ও ইসলামিক সংগঠন,এই ক্লাবের সভাপতির ছোয়ায় প্রতিটি শিক্ষার্থী মাথায় টুপি, নামাজ পড়ার সময় পাই, এলাকার সূত্রথেকে আরও পাওয়া যায়, এই সামাজিক প্রতিষ্ঠান মসজীদ মাদরাসা,রাস্তা কালভাট, ইত্যাদি উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে বিনা স্বার্থে।

No comments:

Post a Comment